menu 2

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Monday, February 10, 2014

ইখলাসের গুরত্ব সম্পর্কে রাসূলুল্লাহ (সা:)এর হাদিস:


আব্দুল্লাহ ইবনে ওমর রা: হইত বর্নিত তিনি বলেন আমি রাসূলুল্লাহ সা: কে বলতে শুনেছি যে, পূর্বেকার যুগের তিন লোক কোথাও যাচ্ছিল পথিমধ্যে বৃষ্টি এসে পড়ায় তারা রাত কাটানোর একটি পর্বতের গুহায় আশ্রয় নিতে বাধ্য হলতারা গুহায় প্রবেশের পরে একটি পাথর খন্ড গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ করে দিলতারা স্থির করল তাদের নেক আমলকে অসিলা বানিয়ে আল্লাহর দরবারে দোয়া করলে এই মসিবত হতে রক্ষা পাওয়া সম্ভবতাদের একজন দোয়া করল, হে আল্লাহ্ আমার পিতামাতা অতিশয় বৃদ্ধ আমি আমার পরিবার পরিজনদের আগেই তাদেরকে দুধ পান করাতামএকদিন আমি জ্বালানী কাঠের সন্ধানে অনেক দূরে চলে যাই এবং বাড়িতে ফিরতে রাত হয়ে যায়, এসে দেখি আমার বাবা-মা ঘুমিয়ে পড়েছেন আমি তাদেরকে জাগানো সমীচিন মনে করলাম না তাই তাদের শিয়রে দুধ নিয়ে দাঁড়িয়ে রইলাম, আমার বাচ্চাগুলো আমার পায়ের কাছে ক্ষুধার জন্য কাদছিল কিন্তু পিতা-মাতার আগে তাদেরকে দুধ পান করান সঙ্গত মনে করলাম না এভাবে সকাল হয়ে গেলঅতঃপর তারা ঘুম হতে জাগলেন আমি তাদেরকে দুধ পান করালামহে আল্লাহ্! আমি যদি এই কাজটি তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকি তবে তুমি আমাদের উপর থেকে এই পাথরের বিপদ সরিয়ে নাওএতে করে পাথরখন্ড সরে গেল বটে তবে তারা কেউ বের হতে পারলনা 
অতঃপর অপর ব্যক্তি বলল, হে আল্লাহ্ আমার এক চাচাত বোন ছিল যাকে আমি দুনিয়ার সবচাইতে বেশী সূন্দরী মনে করতামতাকে আমি ভালবাসতাম পুরুষ নারীকে ঠিক যতটুকু ভাল বাসতে পারেআমি তার সাথে কাম বাসনা চরিতার্থ করার ইচ্ছা ব্যক্ত করলাম, সে সম্মত হলনাঅবশেষে এক দুর্ভিক্ষের বছরে সে আমার কাছে দূর্বল অবস্থায় এলআমি তাকে নির্জনে মিলনের শর্তে একশত বিশটি স্বর্ন মুদ্রা দিলামএবার সে সম্মত হলঅতঃপর আমি যখন তার দুই উরুর মাঝে অবস্থান নিলাম তখন সে বলল ওহে! আল্লাহ্কে ভয় কর অন্যায় ভাবে আমার স্বতিত্ব নষ্ট করনাআমি তৎক্ষনাত মেয়েটিকে ছেড়ে চলে এলাম অথচ আমি তাকে প্রচন্ড ভালবাসতামএমনকি আমি তাকে যে স্বরন মুদ্রা দিয়েছিলাম তাও ফেলে এলামহে আল্লাহ্! আমি যদি এই কাজটি তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকি তবে তুমি আমার উপর থেকে এই পাথরের বিপদ সরিয়ে নাওএতে করে পাথরখন্ড আর একটু সরে গেল তবু তারা কেউ বের হতে পারলনা
অতঃপর তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ্ আমি একবার কয়েকজন শ্রমিক নিয়োগ করেছিলাম আমি তাদের পারিশ্রমিক যথারীতি পরিশোধ করেছিলামতাদের মধ্যে একজন কম পারিশ্রমিক ভেবে তা না নিয়ে চলে গেলআমি তার পারিশ্রমিকের টাকাটা ব্যবসায় বিনিয়োগ করলাম এবং তাতে অনেক লাভ হলকিছুদিন পরে লোকটি এসে বলল হে আল্লাহর বান্দা আমার পাওনা টাকা পরিশোধ করুন, আমি বললাম সামনে উট, গরু, ছাগল, ভেড়া, চাকর-বাকর যাকিছু দেখতে পাচ্ছ সব তোমার, সে বলল তুমি কি আমার সাথে ঠাট্টা করছ? আমি বললাম নাতখন সে সব কিছুই নিয়ে চলে গেল এবং কিছুই রেখে গেলনাহে আল্লাহ্! আমি যদি এই কাজটি তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকি তবে তুমি আমাদের উপর থেকে এই বিপদ সরিয়ে নাওএতে করে পাথরখন্ড পুরপুরি সরে গেল এবং তারা বের হয়ে আসল। (বুখারী ও মুসলিম)

এই হাদিসে রাসুলে করিম (সাঃ) আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইখলাসের 

আমরা কি পারব প্রথম লোকটির মত মাতা-পিতার সেবা করতে?
পারব কি দ্বিতীয় লোকটির মত আল্লাহ্র ভয়ে অবৈধ কাম-মোহ ত্যাগ করতে?
তৃতীয় লোকটির মত আমানতদারির বৈশিষ্ট কি আমাদের চরিত্রে থাকা উচিত নয়?

আল্লাহ্ আমাদের সবাইকে উপরোক্ত হাদিসের উপর আমল করার তাওফিক দান করুন (আমিন)

ইশার আগে না ঘুমানো এবং ইশার পরে গালগল্প না করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া সুন্নত।



হাদীসঃ
হযরত আনাস (রাঃ) হইতে বর্নিত তিনি বলেন, "রাসূলুল্লাহ্ (সাঃ)ইশার (নামাজের) আগে ঘুমাতেএবং ইশার (নামাজের) পরে গালগল্প করতে নিষেধ করেছেন "                                                                       
                                                               মুসনাদে আবি ইয়ালা হাদীস নং - ৪০৩৯

এখানে রাসূলুল্লাহ্ (সাঃ) ইশার (নামাজের) আগে ঘুমাতে যাওয়ার ব্যাপারে নিষেধ করেছেন প্রকৃত পক্ষে ইশার নামাজের  আগে বিছানায় যাওয়া স্বাভাবিক যূক্তিবিরুদ্ধ এবং রুচি বিবর্জিত কাজ কারন আপনি তো নিশ্চিত জানেননা যে, আপনি ইশার নামাজ আদায় করতে পারবেন কিনা তাই ইশার আগে না ঘুমানোই উচিৎ পক্ষান্তরে  ইশার (নামাজের) পরে আপনি গালগল্প করতে পারবেনা, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে যাতে আপনি কিয়ামমুল্লাইল (তাহহাজ্জুদের নামাজ) আদায় করতে এবং ফজরের জামায়াতে শামিল হতে পারেন তবে ছাত্র /ছাত্রী দের ক্ষেত্রে প্রয়োজন মাফিক পড়াশোনা তথা রাত্রি জাগররন পূর্বক ঘুমিয়ে পড়া উত্তম   কারন তলেবুল এলেমের জন্যে তো পড়াশোনাই ইবাদত

              যাঝাকাল্লাহু বিল খইর (আল্লাহ্ আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন)

যদি কোনো মুসলমান ঘুমাতে যাওয়ার আগে নিম্নোক্ত দুআ সমূহ পাঠ করে তাহলে তার জন্যে জান্নাতে ১০০ টি গাছ লাগানো হবে ।


দুআঃ- ছুবাহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালাইলাহাইল্লাল্লাহি ওয়াল্লাহুআকবার

হাদীসঃ
হযরত আবু হুরায়রা (রাঃ)হইতে বর্নিত নিশ্চয়ই রাসূলুল্লাহ্ (সাঃ) বলেন, "ছুবাহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালাইলাহাইল্লাল্লাহি ওয়াল্লাহুআকবার, প্রতিটি দুআর জন্যে তোমার নামে জান্নাতে টি করে গাছ লাগানো হবে "
                                                                        
                                                                             ইবনে মাজাহ্ হাদীস নং৩৮০৭

ঘুমাতে যাওয়ার আগে বিছানাকে ঝেড়ে নেওয়া সুন্নত ।


হাদীসঃ
হযরত আবু হুরায়রা (রাঃ)হইতে বর্নিত রাসূলুল্লাহ্ (সাঃ) বলেন, "তোমাদের কেউ যখন বিছানায় যাওয়ার ইচ্ছা করে তখন যেন সে বিছানা ঝেড়ে নেয়, কারন সে তো জানেনা যে, তার বিছানায় কি ছিল "
                                                                        
                                            সহিহ্ বুখারী হাদীস নং - ৬৩২০


ঘুমাতে যাওয়ার আগে বিছানাকে ঝেড়ে নেওয়া স্বাভাবিক যূক্তির দাবী কারন আপনি তো জানেননা যে, আপনার বিছানায় ক্ষতিকর কিছু আছে কিনা আসুন আমরা আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাস গুলোকে সুন্নাত অনুযায়ী গড়ে তুলি হয়তো এই ছোট অভ্যাস টুকু আমাদের মূক্তির কারন হতে পারে


                  যাঝাকাল্লাহু বিল খইর (আল্লাহ্ আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন)