menu 2

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Friday, February 7, 2014


ভূতে বিশ্বাস আমার একেবারেই ছিল না। আমার জীবনে ঘটে যাওয়া যে ঘটনাটি এখন বর্ণনা করছি তাই আমাকে ভূত বিশ্বাস না করলেও বাধ্য করেছে অপার্থিবতায় বিশ্বাস করতে।
২০০৭ সালের কথা।তখন আমি কলেজে পড়ি এবং বন্ধুদের সাথে মেসে থাকি।সেটা সম্ভবত পৌষ মাসের দিকে। হাড়কাপানো শীত শুরু হয়েছে বেশ কিছুদিন।  সন্ধা বেলায় পদার্থবিদ্যার কিছু নোট ফটোকপি করতে পার্শবর্তি বাজারে এসেছি। আমরা তিন বন্ধু এবং এক বড় ভাই। আমার আর এক বন্ধু  শুভ  আমাদের সাথে আসেনি সে মেসে তার নিজের রুমে বসে পড়ছিলো সে তখন বাইরে যাবেনা বলেই বলেছিলো।আমরা ফটোকপির দোকানে থাকা অবস্থায় অর্ধেক এর বেশী নোট ফটোকপি করা হলে দেখি শুভ আমাদের পাশেই একই দোকানের অন্য ফটোকপিয়ারে ফটোকপি করানোর জন্য লাইনে দাড়িয়েছে কিন্তু আমাদের কারো সাথে কথা বলেনি। আমরা ওর ফটোকপি শুরু করার আগে ওকে দোকানে রেখেই বেরিয়ে পড়লাম। চারজন মিলে পরিকল্পনা করলাম শুভ ফেরার আগে আমরা ফিরে গিয়ে ওর ঘরেই বসে থাকবো। দুর্দান্ত গতিতে বেরিয়েই বাসে উঠলাম অবশ্য অল্প পথ হেটেই  যাওয়া যায় তবু বাসে উঠলাম দ্রুত পৌছানোর জন্য। পৌছে দেখলাম শুভ তার টেবিলে বসে পড়ছে ঠিক যেভাবে আমরা দেখে গিয়েছিলাম। আশ্চর্য হয়ে প্রশ্ন করলাম তুমি ফিরলে কখন? সে বললো আমিতো বেরই হইনি। আমরা সত্যতা যাচাই করার জন্য বাড়িওয়ালা আন্টি এবং দারোয়ানকে প্রশ্ন করলাম উভয়েই নিশ্চিত ভাবে বললেন শুভ ঘরেই ছিলো সে বের হয়নি। এবার আমরা তাকে ওই ফটো্ট্যাটের দোকানে নিয়ে গেলাম দোকানের মালিক বললেন হ্যা এই ছেলে তো এইমাত্র এক/দুই মিনিট আগে আমার দোকান থেকে বেরোল। অথচ শুভ বলেই চলছে “আমিতো ঘর থেকে বেরই হইনি”। প্রচন্ড ভয় পেলাম। দোকানের মালিক আর এক কাহিনী ঘটালেন তিনি একটি লোহা নিয়ে শুভর গায়ে ছোয়ালেন সে আসলে আমাদের বন্ধুটি নাকি ভূত তা প্রমাণের জন্য। প্রমানিত হলো সে ভূত নয়। দোকানী কিছু অধিভৌতিক গল্প সহকারে ঘটনাটির একটি ব্যাখ্যা দিলেন। এলাকার বড় ভয়েরা ও একই ধরনের কথা বললেন। সেই রাতে আমরা ভয়ে ঘূমাতে পারিনি।
ঘটনার টাইমিং ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ অনুযায়ী শুভ তার ঘরেই ছিল তাহলে ঐ ফটো্ট্যাটের দোকানের  ছেলেটি আসলে কে?
আমি যে বিজ্ঞানমনস্ক মানুষ নই তা নয়। আমি অবিশ্বাস করিনা দৃষ্টিভ্রমকেও। তবে এ ঘটনাটি দৃষ্টিভ্রমজনিত যে নয় তা একশ ভাগ নিশ্চিত করে বলা যায়। কেননা ছয়জন মানুষের একইসাথে দৃষ্টিভ্রম ঘটা অস্বাভাবিক একটা ব্যাপার আর ঘটনাটি ঘটেছিল আমাদের উপস্থিতিতেই আমরা তার আগে বেরিয়ে সর্বনিম্ন সময়ে দ্রুত পৌছেছি তাই শুভর আমাদের আগে পৌছানোর সুযোগ নেই। আবার সে মেস থেকে বের হলে অবশ্যই কারো চোখে পড়তো অন্যান্যরা তাকে রুমে দেখতে পেতনা।                                                                                                                                   তবে কি আমাদের দেখা ফটো্ট্যাটের দোকানের  শুভ  কী অপার্থিব কিছু ছিল?
আমি জানিনা।
বিজ্ঞান কী সকল অপার্থিবতার ব্যাখ্যা দিতে পারে?

এটি  আমার নতুন ব্লগ কেবল মাত্র এটি চালু করলাম আর এই পোস্টটিই আমার প্রথম পোস্ট!!!!!!!!!!