menu 2

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Friday, October 28, 2016

The free surface effect


তরল পদার্থের একটি সাধারন প্রবণতা হলো; কোনো পাত্রের ভিতরে রেখে পাত্রটিকে যে কোনেই বা যে ভাবেই কাত করা হোক পাত্রস্থ তরল পদার্থের উপরিতল সর্বদা ভূমির সমান্তরালে থাকবে। যেমন ধরুন আপনি একটি গ্লাসে পানি নিলেন আর গ্লাসটিকে কাত করলেন তবে কিনহবে?
অবশ্যই গ্লাসের পানি একদিকে সরে গিয়ে পানির উপরিতল ভুমির সমান্তরাল হবে। আর একটু বুঝার জন্যে নিচের চিত্রটি দেখা যেতে পারে।

পানি পূর্ণ গ্লাসকে কাত করলে যেদিকে গ্লাসকে কাত করা হয় পানি ওই দিকে সরে আসে 

এখন পরিস্কার তো? এই প্রবণতার নামই free surface effect


এবার আসি একটু কিতাবী সংজ্ঞায়


The free surface effect is a mechanism which can cause a watercraft to become unstable and capsize.

It refers to the tendency of liquids — and of unbound aggregates of small solid objects, like seeds, gravel, or crushed ore, whose behavior approximates that of liquids — to move in response to changes in the attitude of a craft's cargo holds, decks, or liquid tanks in reaction to operator-induced motions (or sea states caused by waves and wind acting upon the craft). When referring to the free surface effect, the condition of a tank that is not full is described as a "slack tank", while a full tank is "pressed up".




সংজ্ঞাটির একটি ভাবানুবাদঃ
free surface effect একটি প্রক্রিয়া যা একটি নৌযান unstable (অস্থির) হয়ে এবং এটি উল্টে যে যেতে পারে.
এটা তরল পদার্থের একটা প্রবণতা বোঝায়(যা আগেই বলা হয়েছে) - এবং ছোট কঠিন বস্তুর পরস্পর মুক্ত দানাগুলো যেমন, বীজ, নুড়ি, বা গুঁড়ো আকরিক মত, যার আচরণ ওই সকল তরল পদার্থের কাছাকাছি  যা কার্গো হোল্ডের অবস্থান পরিবর্তনের(least or tream) সাথে সাথে নির্দিষ্ট দিকে সরে যায় (যেদিকে কাত করা হয় ওই দিকে সরে যায়), সাধারনত রোলিং পিচিং এর সময়ে অথবা হোল্ডের দুই দিকের ট্যাঙ্ক unequal লোডীং এর কারনে cargo একদিকে সরে আসে।
Fig: Free Surface Effect
এবং
extreme পর্যায়ে জাহাজকে উল্টে(capsize) দেয়।



free surface effect এর উপর ভিত্তি করে আমরা বলতে পারি।
১। কোনো ট্যাঙ্ক পূর্ণ থাকলে তা pressed up"
২। কোনো ট্যাঙ্ক কিছুটা খালি অবস্থায় থাকলে তা a "slack tank"