menu 2

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Wednesday, February 19, 2025

মিলাদে জাগে প্রেমের জোয়ার

 

()

সাইয়্যেদি ইয়া রাসুলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,

নূরের মশাল হাতেতে নিলেন,

 উম্মতের পথ দেখালেন,

প্রেমেরই চাদরে মোড়ালেন,

আমাদের প্রাণও জুড়ালেন।

 

ইয়া নবী সালাম আলাইকাইয়া রাসুল সালাম আলাইকা

ইয়া হাবীব সালাম আলাইকাসালাওয়া তুল্লাহ আলাইকা॥

()

সাইয়্যেদি ইয়া রাসুলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,

তোমার প্রেম হৃদয়ে জ্বালি,

সে আলোয় ছুটে যে চলি,

মিলাদে আজ উঠিলো ধ্বনি,

আপনি যে গোলামে গনী।  

 

 

ইয়া নবী সালাম আলাইকাইয়া রাসুল সালাম আলাইকা

ইয়া হাবীব সালাম আলাইকাসালাওয়া তুল্লাহ আলাইকা॥

()

বদরের চাঁদ, মেরাজের মান,

জগতে সব আপনারই শান

দুনিয়ার রহমতের আঁধার,

রাসূলগো আপনি জানেরই জান।

 

ইয়া নবী সালাম আলাইকাইয়া রাসুল সালাম আলাইকা

ইয়া হাবীব সালাম আলাইকাসালাওয়া তুল্লাহ আলাইকা॥

()

আসলো মোবারক মিলাদ রাত,

ছড়িয়ে নূরেরই আলো ,

হৃদয় ভরে পড়গো দরুদ,  

নবীপ্রেম হৃদয়ে জ্বালো।

 

ইয়া নবী সালাম আলাইকাইয়া রাসুল সালাম আলাইকা

ইয়া হাবীব সালাম আলাইকাসালাওয়া তুল্লাহ আলাইকা॥