ঘুমাতে যাওয়ার আদব –
০৩/১ - ডান কাতে শয়ন করা সুন্নত ।
হাদীসঃ
হযরত বারা বিন আযেব (রাঃ)হইতে বর্নিত রাসূলুল্লাহ্ (সাঃ) বলেন, "তুমি যখন ঘুমানোর ইচ্ছা করো তখন নামাজের ওযূর ন্যায় ওযূ করো এবং ডান কাতে শয়ন করো । "
সহিহ্ বুখারী হাদীস নং -২৭১০
***ডান কাতে শয়ন করা অর্থাৎ ডান দিকে মুখ করে শোয়া ।
০৩/২ - শোয়ার সময় ডান হাতকে গালের নিচে রেখে শয়ন করা সুন্নত ।
হাদীসঃ
হযরত হুযাইফা (রাঃ)বলেন, রাসূলুল্লাহ্ (সাঃ) ঘুমানোর সময় ডান হাতকে গালের নিচে স্থাপন করতেন ।
সহিহ্ বুখারী হাদীস নং – ৬৩১৪
No comments:
Post a Comment