menu 2

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Monday, February 10, 2014

প্রত্যেক কাজে বিশুদ্ধ নিয়্যত করা


হাদীসঃ
ওমর ইবনে খাত্তাব (রাঃ) হইতে বর্নিত রাসূলুল্লাহ্ (সাঃ) বলেন, "নিশ্চই সকল আমলই নিয়্যত অনুযায়ী হয়ে থাকে, প্রত্যেকে তাই লাভ করে থাকে যা সে নিয়্যত করে "
                                   সহিহ্ বুখারী হাদীস নং -০১
                                   সহিহ্ মুসলীম হাদীস নং -১৯০৮
              

কোন কাজে নিয়্যত করবেনঃ
সকল কাজের শুরুতেই নিয়্যত করা সুন্নাত শুধু মাত্র বিশুদ্ধ নিয়্যত করার করনেই আমাদের দৈনন্দিন জীবনের সাধারন কাজ যেমন, খাওয়া, ঘুমানো, কথা বলা, চলাফেরা করা, এবং অন্যান্য সকল বৈধ কাজ গুলি পরিনত হতে পারে আল্লাহর ইবাদতে   হতে পারে আল্লাহর নৈকট্য লাভের উপায়   উদাহরন স্বরূপ, আপনি রাতের বেলা ঘুমাতে গেলেন এই নিয়্যতে যে, আপনি ঘুম হতে উঠে তাহাজ্জুদ অথবা ফজরের নামাজ আদায় করবেন, তবে এই ঘুম আপনার জন্য আল্লাহর ইবাদত হিসাবে গণ্য হবে তাই আসুন সবাই মিলে সকল কাজের শুরুতেই নিয়্যত করি
আমীন
                                                                                                           

No comments:

Post a Comment