menu 2

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Monday, February 10, 2014

ইশার আগে না ঘুমানো এবং ইশার পরে গালগল্প না করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া সুন্নত।



হাদীসঃ
হযরত আনাস (রাঃ) হইতে বর্নিত তিনি বলেন, "রাসূলুল্লাহ্ (সাঃ)ইশার (নামাজের) আগে ঘুমাতেএবং ইশার (নামাজের) পরে গালগল্প করতে নিষেধ করেছেন "                                                                       
                                                               মুসনাদে আবি ইয়ালা হাদীস নং - ৪০৩৯

এখানে রাসূলুল্লাহ্ (সাঃ) ইশার (নামাজের) আগে ঘুমাতে যাওয়ার ব্যাপারে নিষেধ করেছেন প্রকৃত পক্ষে ইশার নামাজের  আগে বিছানায় যাওয়া স্বাভাবিক যূক্তিবিরুদ্ধ এবং রুচি বিবর্জিত কাজ কারন আপনি তো নিশ্চিত জানেননা যে, আপনি ইশার নামাজ আদায় করতে পারবেন কিনা তাই ইশার আগে না ঘুমানোই উচিৎ পক্ষান্তরে  ইশার (নামাজের) পরে আপনি গালগল্প করতে পারবেনা, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে যাতে আপনি কিয়ামমুল্লাইল (তাহহাজ্জুদের নামাজ) আদায় করতে এবং ফজরের জামায়াতে শামিল হতে পারেন তবে ছাত্র /ছাত্রী দের ক্ষেত্রে প্রয়োজন মাফিক পড়াশোনা তথা রাত্রি জাগররন পূর্বক ঘুমিয়ে পড়া উত্তম   কারন তলেবুল এলেমের জন্যে তো পড়াশোনাই ইবাদত

              যাঝাকাল্লাহু বিল খইর (আল্লাহ্ আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন)

No comments:

Post a Comment