ওগো প্রিয় নবী, হৃদয়ের রাজাধিরাজ,
উচ্চারণে তোমার নাম অন্তরে শিহরণ,
তোমার প্রেমে মিশে থাকে পৃথিবী ও আকাশ,
প্রাণের অঙ্গনে তুমিই একমাত্র আলো, একমাত্র নিশান।
ওগো প্রেমের সাগর, মেহেরবান দয়ালু,
তোমার চোখে থাকা দয়ার মহাসমুদ্র,
যে মহাসমুদ্র সৃষ্টির সব মর্ম বুঝি,
তোমার চাহনিতে জীবনের মানে খুঁজি।
ওগো রাহবার, পথের পথিক, ওহুদের যোদ্ধা,
তোমার জন্য সারা জাহান উপভোগ করেছে শান্তি,
তোমার শব্দে রয়েছে অশেষ রহমত,
যে হৃদয়ে তোমার নাম, সেখানে আলোর বিচ্ছুরণ।
ওগো মহামানব, হৃদয়ের নবী, রাহমাতুল্লিলআলামীন,
তোমার প্রেমে সারা দুনিয়া পূর্ণ,
আমার দুঃখ, আমার দারিদ্র্য আমার সব অন্ধকার —
তোমার প্রেমের আলোয় যেন হয়ে যায় দূর।