(১)
সাইয়্যেদি ইয়া রাসুলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
নূরের মশাল হাতেতে নিলেন,
উম্মতের পথ দেখালেন,
প্রেমেরই চাদরে মোড়ালেন,
আমাদের প্রাণও জুড়ালেন।
ইয়া নবী সালাম আলাইকা – ইয়া রাসুল সালাম আলাইকা
ইয়া হাবীব সালাম আলাইকা – সালাওয়া তুল্লাহ আলাইকা॥
(২)
সাইয়্যেদি ইয়া রাসুলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
তোমার প্রেম হৃদয়ে জ্বালি,
সে আলোয় ছুটে যে চলি,
মিলাদে আজ উঠিলো ধ্বনি,
আপনি যে গোলামে গনী।
ইয়া নবী সালাম আলাইকা – ইয়া রাসুল সালাম আলাইকা
ইয়া হাবীব সালাম আলাইকা – সালাওয়া তুল্লাহ আলাইকা॥
(৩)
বদরের চাঁদ, মেরাজের মান,
জগতে সব আপনারই শান
দুনিয়ার রহমতের আঁধার,
রাসূলগো আপনি জানেরই জান।
ইয়া নবী সালাম আলাইকা – ইয়া রাসুল সালাম আলাইকা
ইয়া হাবীব সালাম আলাইকা – সালাওয়া তুল্লাহ আলাইকা॥
(৪)
আসলো মোবারক মিলাদ রাত,
ছড়িয়ে নূরেরই আলো ,
হৃদয় ভরে পড়গো দরুদ,
নবীপ্রেম হৃদয়ে জ্বালো।
ইয়া নবী সালাম আলাইকা – ইয়া রাসুল সালাম আলাইকা
ইয়া হাবীব সালাম আলাইকা – সালাওয়া তুল্লাহ আলাইকা॥