Pages

Monday, February 10, 2014

ঘুমাতে যাওয়ার আগে বিছানাকে ঝেড়ে নেওয়া সুন্নত ।


হাদীসঃ
হযরত আবু হুরায়রা (রাঃ)হইতে বর্নিত রাসূলুল্লাহ্ (সাঃ) বলেন, "তোমাদের কেউ যখন বিছানায় যাওয়ার ইচ্ছা করে তখন যেন সে বিছানা ঝেড়ে নেয়, কারন সে তো জানেনা যে, তার বিছানায় কি ছিল "
                                                                        
                                            সহিহ্ বুখারী হাদীস নং - ৬৩২০


ঘুমাতে যাওয়ার আগে বিছানাকে ঝেড়ে নেওয়া স্বাভাবিক যূক্তির দাবী কারন আপনি তো জানেননা যে, আপনার বিছানায় ক্ষতিকর কিছু আছে কিনা আসুন আমরা আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাস গুলোকে সুন্নাত অনুযায়ী গড়ে তুলি হয়তো এই ছোট অভ্যাস টুকু আমাদের মূক্তির কারন হতে পারে


                  যাঝাকাল্লাহু বিল খইর (আল্লাহ্ আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন)

No comments:

Post a Comment