Pages

Monday, February 10, 2014

যদি কোনো মুসলমান ঘুমাতে যাওয়ার আগে নিম্নোক্ত দুআ সমূহ পাঠ করে তাহলে তার জন্যে জান্নাতে ১০০ টি গাছ লাগানো হবে ।


দুআঃ- ছুবাহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালাইলাহাইল্লাল্লাহি ওয়াল্লাহুআকবার

হাদীসঃ
হযরত আবু হুরায়রা (রাঃ)হইতে বর্নিত নিশ্চয়ই রাসূলুল্লাহ্ (সাঃ) বলেন, "ছুবাহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালাইলাহাইল্লাল্লাহি ওয়াল্লাহুআকবার, প্রতিটি দুআর জন্যে তোমার নামে জান্নাতে টি করে গাছ লাগানো হবে "
                                                                        
                                                                             ইবনে মাজাহ্ হাদীস নং৩৮০৭

No comments:

Post a Comment