Pages

Monday, February 10, 2014

ঘুমাতে যাওয়ার আদব – পবিত্র অবস্থায় ওযূ করে বিছানায় যাওয়া ।


হাদীসঃ
হযরত বারা বিন আযেব (রাঃ)হইতে বর্নিত রাসূলুল্লাহ্ (সাঃ) বলেন, "তুমি যখন ঘুমানোর ইচ্ছা করো তখন নামাজের ওযূর ন্যায় ওযূ করো "
                                                                           সহিহ্ বুখারী হাদীস নং -২৭১০


     অতএব, আসুন আমরা ঘুমাতে যাওয়ার আগে ওযূ করে পবিত্র হয়ে নেই দৈনন্দিন জীবনের সকল কাজ রাসূলুল্লাহ্ (সাঃ) এর সুন্নাত মোতাবেক করি আল্লাহ্ আমাদেরকে রাসূলুল্লাহ্ (সাঃ) এর সুন্নাতের উপর আমল করার তৌফিক দান করুন
                                                                                                           আমিন

No comments:

Post a Comment